টেনিস টেনিসকে বিদায় জানালেন মারিয়া শারাপোভা

টেনিসকে বিদায় জানালেন মারিয়া শারাপোভা

274
0

ইঞ্জুরির কাছে হেরে গেলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মারিয়া শারাপোভা। টেনিসকে বিদায় জানিয়ে দিয়েছেন কাধেঁর ইঞ্জুরির কাছে পরাজিত হয়ে।

এদিকে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে সাড়া ফেলে দিয়েছিলেন শারাপোভা। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে পূরণ করেন ক্যারিয়ার স্লাম- অর্থাৎ চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের চক্র।

এরপর পর শুরু হয় এই টেনিস তারকার বাজে সময়। ডোপ পরীক্ষায় দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়ায় ২০১৬ সালে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন। ২০১৭ সালে ফেরেন নিষেধাজ্ঞা কাটিয়ে। তবে একের পর এক চোটে পরে নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি।

বিদায়ী বার্তায় শারাপোভা বলেছেন, “আমি এটায় নতুন, তাই আমাকে ক্ষমা করবেন। টেনিস- আমি বিদায় জানাচ্ছি।”

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here