ইউরোপের ক্লাব ফুটবল শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে দিলো অপেক্ষাকৃত দূর্বল ওয়াটফোর্ড

শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে দিলো অপেক্ষাকৃত দূর্বল ওয়াটফোর্ড

25
0

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে মুখোমুখি হয় লিভারপুল ও স্বাগতিক ওয়াটফোর্ড। লিভারপুলকে ৩-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে স্বাগতিক ওয়াটফোর্ড।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে যায় সফরকারী লিভারপুল। তবে ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোন গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল।

বিরতির পর গোল করতে মরিয়া হয়ে খেলতে থাকে দুইদল। ম্যাচের ৫৪ মিনিটে গোল করে এগিয়ে যায় গত পাঁচ লিগ ম্যাচে জয়ের দেখা না পাওয়া ওয়াটফোর্ড। থ্রো ইন থেকে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে কাট ব্যাক দেন আবদুলাই দুকুরে। গোলমুখ থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ইসমাইলা সার।

এরপর ম্যাচের ৬৯ মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে আগুয়ান আলিসনের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সার। আর ম্যাচের ৭২ মিনিটে সারের ব্যাক পাস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে লিভারপুলের হার অনেকটাই নিশ্চিত করে দেন ডেনি। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ওয়াটফোর্ড।

ফলে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে লিভারপুল। আর ২৭ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড আছে অবনমন অঞ্চলে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here