লা লিগার ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয় স্বাগতিক রিয়াল মাদ্রিদ ও সফরকারী বার্সেলোনা। সফরকারী বার্সেলোনাকে ২-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দুইদল। তবে ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোন গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল।
বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭২ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ক্রুসের কাছ থেকে বল পান ভিনিসিউস জুনিয়র। অরক্ষিত এই ফরোয়ার্ডের শট স্লাইড করা পিকের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
এরপর ম্যাচের যোগ করা সময়ে বদলি নেমে জালের দেখা পান মারিয়ানো। সামুয়েল উমতিতিকে গতিতে পেছনে ফেলে কোনাকুনি শটে টের স্টেগেনকে পরাস্ত করেন তিনি। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোলের দেখা পায়নি কোন দল। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। আসরে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।