বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে বিদায় নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দলকে রেখে গেছেন সাফল্যের চূড়ায়। স্বাভাবতই সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মাশরাফি।
এদিকে গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি।
শেষ বেলায় ভুলে যেও অভিমান। মনে রেখ কেবল একজন ছিল, ভালোবাসত শুধু তোমাদের।
এই পোস্টে এক ভক্ত কমেন্টস করেছেন, ‘অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল। নীতি ও আদর্শের প্রশ্নে তোমার আপোষহীন মনোভাব দেশবাসী আজীবন মনে রাখবে। আল্লাহ তোমাকে সবসময় ভাল রাখুক’।
উল্লেখ, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি। বিদায়ী ম্যাচে তাকে রেকর্ড রাঙা জয় উপহার দিয়েছেন সতীর্থরা। সেই সাথে ক্যারিয়ারের ৫০তম জয়ের স্বাদ পেয়েছেন ম্যাশ।