এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক আর্সেনাল ও ওয়েস্ট হ্যাম। প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দুইদল। তবে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল।
বিরতির পর গোল করতে মরিয়া হয়ে খেলতে থাকে দুইদল। ম্যাচের ৭৭ মিনিটে মেসুত ওজিলের হেড থেকে বল পেয়ে জাল খুঁজে নেন লাকাজেত। শুরুতে অফসাইডের বাঁশি বাজান লাইন্সম্যান। পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান রেফারি। টিকে যায় স্বাগতিকদ আর্সেনালের গোল।
ম্যাচের বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আর্সেনাল।
এই জয়ে ২৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে উঠে এসেছে আর্সেনাল।