শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক লিভারপুল ও সফরকারী বোর্নমাউথ। প্রতিপক্ষকে ২-১ গোলে পরাজিত করে জয় পেয়েছে লিভারপুল।
ম্যাচের নবম মিনিটে গোল করে এগিয়ে যায় সফরকারীরা। নিজেদের অর্ধ থেকে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বোর্নমাউথকে এগিয়ে নেন কালাম উইলসন। ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রসে কাছ থেকে সহজ টোকায় জালে বল পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড।
এরপর ম্যাচের ২৫ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক লিভারপুল। সাদিও মানের বাড়ানো বল ডি বক্সে পেয়ে ডান পায়ের বুদ্ধিদীপ্ত শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন সালাহ।
ম্যাচের ৩৩ মিনিটে মাঝমাঠ থেকে ভার্জিল ভন ডাইকের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে কিছু দূর এগিয়ে সহজেই দলকে এগিয়ে নেন মানে। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল।
বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোলের দেখা পায়নি কোন দল। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক লিভারপুল।
এ জয়ে ২৯ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে ৮২ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি।