সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের মধ্যদিয়ে শেষ হয়েছে ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি অধ্যায়ের।
এদিকে সকল গুঞ্জন উরিয়ে দিয়ে আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবালের নাম।
অন্যদিকে মাশরাফির পরবর্তী অধিনায়ক হিসেবে নাম এসেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তিন ক্রিকেটারের নাম। এরা হলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের।
উল্লেখ, আইসিসির নিষেধাজ্ঞা থাকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন সব ধরনের ক্রিকেটের বাইরে।