লা লিগার ম্যাচে গতকাল মুখোমুখি হয় স্বাগতিক রিয়াল বেতিস ও সফরকারী রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে সফরকারী রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দুইদল। ম্যাচের ৪০ মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল বেতিস। জটলা থেকে বল ক্লিয়ার করার সুযোগ ছিল রিয়াল অধিনায়কের সামনে। লম্বা শট নেওয়ার জায়গায় ছোট ছোট দুটি টোকায় এগিয়ে গিয়ে বল হারিয়ে ফেলেন। ছুটে গিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন অরক্ষিত সিডনি।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে সমতা আনেন করিম বেনজেমা। ফলে ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দুইদল।
বিরতির পর ম্যাচের স্বাগতিকদের বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান তেয়ো গড়ে দেন ব্যবধান। বেনজেমার বাজে পাসে বল পেয়ে যাওয়া বার্সেলোনা সাবেক এই খেলোয়াড় কিছুটা এগিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। ৮২ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার এগিয়ে যায় বেতিস। ম্যাচের বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক রিয়াল বেতিস।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।