আজ দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
ইতিমধ্যে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে। আর অন্যদিকে বাংলাদেশ চাইবে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে থাকা।
এক নজরে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মাদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়েঃ তিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, টিনটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা, কার্ল মুম্বা।