আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে আগামী ২০২২ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
এদিকে ২৩ সদস্যের ঘোষিত দলে অধিনায়ক হিসেবে রয়েছেন লিওনেল মেসি। সেই সাথে রয়েছেন অভিজ্ঞ আগুয়েরো।
এক নজরে দেখে নিন আর্জেন্টিনা একাদশঃ
গোলরক্ষকঃ
মুসো
রক্ষণভাগঃ
পেরেজ, ওটামেন্ডি, সারাবিয়া, পেজেল্লা, ট্যাগলিয়াফিকো, ব্যালারদী, রদ্রিগেজ
মধ্যমাঠঃ
পেরেইরা, প্যালাসিওস, ডি পল, আকুনা, প্যারাডেস, লো সেলসো, ম্যাক এলিস্টার, ডমিনগেজ
আক্রমনভাগঃ
মেসি, আগুয়েরো, ডিবালা, মার্টিনেজ, এলারিও, গঞ্জালেজ