দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে সফরকারী জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকে সফরকারী জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ বলে ৫৯ রান করেন ব্রেন্ডন টেইলর আর ৩৩ বলে ২৯ রান করেন অধিনায়ক আরভিন।
এরপর বাংলাদেশ দলের বোলিংয়ের সামনে দাড়াতে পারেনি কোনো ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বাকি ব্যাটসম্যানরা সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। ফলে নির্ধারিত ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
স্কোরঃ
জিম্বাবুয়েঃ ১১৯/৭ (২০ ওভার)
টেইলর ৫৯, আরভিন ২৯; মোস্তাফিজ ২ উইকেট।