ইংলিশ প্রিমিয়ার লীগ রানারআপ হয়ে মৌসুম শেষ করলো লিভারপুল

রানারআপ হয়ে মৌসুম শেষ করলো লিভারপুল

34
0

অ্যানফিল্ডে রোববার উলভারহ্যাম্পটনের মুখোমুখি হয় স্বাগতিক লিভারপুল। প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। তবে জিতেও পয়েন্ট ব্যাবধানে পিছিয়ে পরে শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের।

অন্যাদিকে ব্রাইটনের মাঠে ৪-১ গোলে জিতে লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি।

এর আগে এতো পয়েন্ট নিয়ে ইউরোপের সেরা পাঁচ কোন ক্লাবের রানারআপ হওয়ার কোন রেকর্ড নেই। লিভারপুলের থেকে মাত্র ১ পয়েটে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুললো ম্যনসিটি।

লিভারপুলের ঘড়ের মাঠে ম্যাচের ১৭ মিনিটে গোল করে এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। ডান দিক থেকে ট্রেন্টআলেকজান্ডার-আরনল্ডের বাড়ানো আড়াআড়ি ক্রস গোলমুখে থেকে প্লেসিং শটে গোল করেন মানে।

প্রথমার্ধের বাকিটা সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় লিভারপুল। আলেকজান্ডার আরনল্ডের লম্বা করে বাড়ানো বল একটু ঝুঁকে নেওয়া হেডে লক্ষ্যভেদ করেন মানে। পরবর্তীতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক লিভারপুল। তবে অন্য ম্যাচে ম্যনসিটি ৪-১ গোলের জয় নিয়ে জিতেছে আসরের শিরোপা। আর রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে।

শিরোপা জয়ী ম্যনসিটির ৩৮ ম্যাচে ৩২ জয় ও দুই ড্রয়ে ৯৮ পয়েন্ট। ৩০ জয় ও সাত ড্রয়ে ৯৭ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় লিভারপুল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here