ক্লাব ফুটবল আবারোও শীর্ষে বার্সেলোনা, গোলশূণ্য মেসি

আবারোও শীর্ষে বার্সেলোনা, গোলশূণ্য মেসি

160
0

কাম্প নূউয়ে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় স্বাগতিক বার্সেলোনা ও অ্যাটলেটিক বিলবাও। প্রতিপক্ষকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে স্বাগতিক বার্সেলোনা।

সেভিয়ার বিপক্ষে আগের ম্যাচ গোলশূন্য ড্র এর সুযোগ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার ওপর চলে আসে বাড়তি চাপ। ইভান রাকিটিচের একমাত্র গোলে, ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বার্সেলোনা।মেসি, সুয়ারেজ, বুসকেটসদের সাথে বল দখলের লড়াইয়ে পাত্তাই পায়নি বিলবাওয়ের খেলোয়াড়েরা। যদিও দুদলই অনেক সুযোগ হাতছাড়া করে, বিলবাওয়ের উইলিয়াম সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। লেংলে ও পিকেকে ফাঁকি দিয়েও শট নেন পোস্টের বাইরে। এরপর বল জালে জড়াতে ব্যর্থ হন আলভারেজ। বার্সেলোনার হয়ে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন মেসি–সুয়ারেজ দুজনই। ফলে গোল শূন্য প্রথমার্ধ।

অন্যদিকে সারা ম্যাচজুড়েই একের পর এক আক্রমণ করে গেছে স্বাগতিক বার্সেলোনা। কখনও নিজেদের ফিনিশিংয়ের ব্যর্থতা, আবার কখনও বিলবাওয়ের গোলরক্ষকের দৃঢ়তায় পাওয়া হচ্ছিল না জালের দেখা। শঙ্কা জেগেছিল আবার হয়তো পয়েন্ট খোয়াবে লিগ চ্যাম্পিয়নরা।

বারবার গোলের সুযোগ হারান মেসি–সুয়ারেজরা। অবশেষে দ্বিতীয়ার্ধে  ম্যাচের ৭১ মিনিটে অধিনায়ক মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল কাঁপান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ।

৩১ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৮ পয়েন্ট, অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের রয়েছে ৬৫ পয়েন্ট। আজ রাতে মায়োর্কার বিপক্ষে জিতলেই টেবিলের শীর্ষে উঠে যাবে রিয়াল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here