বৈশ্বিক করোনায় সারা বিশ্বের ক্রিড়াঙ্গন বিপর্যস্ত। বাদ নেই বাংলাদেশের খেলোয়াড় আর তাদের পরিবারের সদস্যরাও।
সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের স্ত্রী-সন্তানের সঙ্গে তার মা’ও করোনায় আক্রান্ত। চট্টগ্রামের খান পরিবারে যেন দুঃসময় কাটছেই না।
এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের বড় বোন এবং তামিম ইকবাল ও নাফিসের ফুফু সাজলা আলী মঙ্গলবার মারা গেছেন।
যদিও তিনি করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরন করেননি। দীর্ঘদিন ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভোগার পর গত কাল ভোর ৫টায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আমার বড় বোন আজ (মঙ্গলবার) ভোরে মারা গেছেন। করোনার কোনো বিষয় নেই।উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল তার। তিনদিন আগে পা কেটে গিয়েছিল। এরপর অবস্থা আরও জটিল হয়। সাজলার বয়স হয়েছিল ৫৫ বছর। বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সবাই দোয়া করবেন।’