ক্লাব ফুটবল গতকাল মেসির ৭০০ তম গোলের পরও বার্সার হতাশা

গতকাল মেসির ৭০০ তম গোলের পরও বার্সার হতাশা

163
0

লিওনেল মেসি তার ৭০০ তম গোল করার পরও বার্সার শিরোপা জয় আশঙ্কার মধ্যে পরে গেলো, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ২-২ গোলে ড্র হওয়াতে।

পেনাল্টি বক্সের ভিতরে নেলসন সেমেদাও ফাউলের ফলে প্রাপ্ত পেনাল্টি কিক টি জান ওবলাকের মাথার উপর দিয়ে দারুন স্টাইলে গোল করেন লিওনেল মেসি তার ৭০০ গোল পুরণ করেন। যদিও তার সর্বোচ্চ চেষ্টার ফলেও ফলাফল ড্র হয়, কিন্তু তার ব্যাক্তিগত অর্জনের জন্য সবার পক্ষ থেকে তার বাহবার কমতি ছিলোনা।

তার ম্যাজিক্যাল খ্যাতমান সব গোল করার কারণে তাকে সর্বকালের অন্যতম সেরা গোল স্কোরার বলা হয়। বার্সেলোনার লিজেন্ড লিওনেল মেসির বিপক্ষে গতকাল তার ৭০০ তম গোল পূরণ করেন।

এদিকে সি আর সেভেন রোনাল্দো আগেই ৭০০ গোল ক্লাবে জয়েন করে থাকেন। আর মেসিও ২য় খেলোয়াড় হিসেবে তার সাথে ৭০০ গোল ক্লাবে যোগদান করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here