গতকাল বুধবার ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহালি ও অনুষ্কা দ্বিতীয় বিবাহবার্ষিকী। ভারতীয় এই অধিনায়ক বিবাহবার্ষিকীতে স্ত্রী অনুষ্কা শর্মাকে দিলেন এক বিশেষ উপহার।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি সফরকারী ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে স্ত্রীকে জানিয়ে দেন এটাই তার বিশেষ উপহার।
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ বলে অপরাজিত ৭০ রানের ঝোড়ো ইনিংস খেললেন এই ভারতীয় অধিনায়ক। ম্যাচের শেষে তিনি বলেন, ‘‘আজই ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তাই ম্যাচটিও বিশেষ। স্ত্রীকে এটাই আমার উপহার।’’
ইনস্টাগ্রামেও অনুষ্কার সঙ্গে একটি ছবি দিয়ে বিরাট লেখেন, ‘‘বাস্তবে একমাত্র ভালবাসা ছাড়া আর কিছুই নেই। যখন ঈশ্বর আশীর্বাদস্বরূপ এমন এক জনকে আপনার কাছে পাঠান, যে প্রতিনিয়ত সেই অনুভূতিটা ফিরিয়ে দেয়। তখন একটাই উপলব্ধি হয়, আমি তার কাছে কতটা কৃতজ্ঞ।’’
অন্যদিকে অনুষ্কাও টুইট করেছেন, ‘‘ভালবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়। তার চেয়েও অনেক বেশি। চিরন্তন সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথ। আমি তা খুঁজে পেয়েছি।’’