’গরিলা পজিশনে’র সাথে টক শোয়ের জন্য লন্ডনে সরাসরি উপস্থিত হয়ে দারুন এক মজাদার রাত উপভোগ করলেন- সাবেক ইউনিভার্সাল চ্যাম্পিয়ন শেথ রোলিনস এবং র উইমেন্স চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ।
অসম্ভব জনপ্রিয় এই জুটিকে সামনে পেয়ে গরিলা পজিশনের উপস্থাপক জেমস ডিলয়, তাদের অনেক প্রশ্ন করেন। তাদের বর্তমান ক্যারিয়ার, তাদের পারিবারিক সর্ম্পক এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নানা বিধ হাস্যরসাত্তক প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে তুলেন।
কিন্তু যখন তাদের দুজনকে তাদের অতিত বা প্রথম ক্রাশ সর্ম্পকে প্রশ্ন করা হয়, তখন খুবি মজাদার পরিবেশের সৃষ্টি হয়।
“আপনার প্রথম রেসলিং ক্রাশ কে?”
বেকি লিঞ্চ বলেন, ”জেফ হারডি”; জেমস মনে করিয়ে দেন- “সেথ বলেছেন সে ছিলো ফিন বেলর” এবং বেকি তাতে হ্যাঁ সুচক সম্মতি দিয়ে বলেন, “জেফ হারডিও ছিলো”।
এবং যখন জিজ্ঞাসা করলেন, ’হল অব ফেম’ এ আপনার সঙ্গি কে হবেন। তখন বেকি- রলিন্সের দিকে তাকিয়ে জিজ্ঞাসিত চোখে উত্তর দিলেন ”ফিন বেলর”, সাথে সাথে সেথ তাতে হ্যাঁ সুচক উত্তর দেন। তখন অনুষ্ঠানটি আরেও জমে যায় এবং একটি জনপ্রিয় আর সফল জুটি হিসেবে তাদের কেমিস্ট্রি আরো ফুটে উঠে।